শনিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

রোহিঙ্গা নিধন বন্ধের দাবিতে তেহরানে ছাত্র সমাবেশ

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২০, ২০১৭ 

news-image

ইরানের রাজধানী তেহরানে ছাত্ররা রোহিঙ্গা গণহত্যা বন্ধের দাবিতে সমাবেশ করেছে। মঙ্গলবার তেহরানে জাতিসংঘ দপ্তরের সামনে সমবেত হয়ে মিয়ানমার সরকারের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের দাবি জানায় তারা।

ইরানের ইসলামি ছাত্র সংগঠনগুলোর জোটের পক্ষ থেকে এ সমাবেশের আয়োজন করা হয়। বিক্ষুব্ধ ছাত্ররা ওই সমাবেশে বলেছেন, মিয়ানমারে মুসলমানদের বিরুদ্ধে চলমান হত্যা-নিধনযজ্ঞের বিষয়ে মানবাধিকারের দাবিদারেরা নিরব রয়েছে যা খুবই দুঃখজনক এবং অগ্রহণযোগ্য।

ইরানি ছাত্ররা মুসলিম হত্যার পরিণতির বিষয়েও মিয়ানমার সরকারকে সতর্ক করে দিয়েছে।

তারা আরও বলেছেন, মুসলমানদের বিরুদ্ধে বিশ্বব্যাপী গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবেই এখন মিয়ানমারে মুসলিম হত্যাযজ্ঞ চলছে। এটি প্রাচ্য ও প্রাশ্চাত্যের উগ্রপন্থীদের ইসলাম বিদ্বেষী তৎপরতার সুস্পষ্ট উদাহরণ।

– পার্সটুডে।