রোশদ উৎসবের সেরা চলচ্চিত্র ‘কোকুন অ্যান্ড বাটারফ্লাই’
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ১৮, ২০২১
রোশদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ছবির খেতাব কুড়ালো ‘দ্যা কোকুন অ্যান্ড বাটারফ্লাই’। ইরানি প্রাচীনতম এই উৎসবের এবারের ৫০তম আসরে চলচ্চিত্রটি গোল্ড অ্যাওয়ার্ড জয় করেছে। রোশদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শিশুদের জন্য শিক্ষণীয় বিষয় নিয়ে নির্মিত ছবিগুলো প্রচার করা হয়।
‘দ্যা কোকুন অ্যান্ড বাটারফ্লাই’ চলচ্চিত্র পারভানেহ নামে সাত বছরের একটি মেয়ের গল্প নিয়ে এগিয়ে গেছে। মেয়েটি তার বাবার সাথে ইরানের উত্তরাঞ্চলীয় একটি গ্রামে বসবাস করে। বছর কয়েক আগে এক অগ্নিকাণ্ডে তার মা মারা যায়। এসময় তার পায়েও আঘাত লাগে। অন্যদিকে বাড়ি থেকে স্কুল অনেক দূরে হওয়ায় বাবা তাকে রেখে আসতে পারে না। আবার সে কাউকে পারভানেহকে পড়ানোর জন্য অনুমতিও দেয় না। ইয়াভার নামের প্রতিবেশী এক বালক মেয়েটিকে চুপেচুপে বর্ণ শিক্ষা দেয়ার সিদ্ধান্ত নেয়।
মোহাম্মাদ সালেহনেজাদ পরিচালিত চলচ্চিত্রটি গত অক্টোবরে তেহরানে অনুষ্ঠিত ৩৩তম আন্তর্জাতিক শিশু-কিশোর চলচ্চিত্র উৎসবে সেরা ফিচার ছবি হিসেবে গোল্ডেন বাটারফ্লাই লাভ করে। সূত্র: তেহরান টাইমস।