রোবটের নকশায় আইসিএসআর অ্যাওয়ার্ড লাভ ইরানি শিক্ষার্থীদের
পোস্ট হয়েছে: ডিসেম্বর ৩, ২০১৯

ইরানের শরিফ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ১১তম ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সফটওয়্যার অ্যান্ড সিস্টেম রিইউজে (আইসিএসআর ২০১৯) স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড জিতেছেন। ‘মায়া: এন ইন্টেলিজেন্ট এলিফেন্ট সোশ্যাল রোবট’ নামের একটি সামাজিক রোবটের নকশা করে এই পুরস্কার লাভ করেন তারা।
শরিফ ইউনিভার্সিটি থেকে পুরস্কার বিজয়ী শিক্ষার্থীরা হলেন- এলহাম রাঞ্জকার, রামান রাফাতনেজাদ, আলি আমুজান্দেহ নোবাকেহ, আলি মেকদারি ও মিনু আলেমি।
স্পেনের মাদ্রিদে ২৬ থেকে ২৯ নভেম্বর সোশ্যাল রোবোটিকসের ওপর (আইসিএসআর ২০১৯) ১১তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। মাদ্রিদের কারলোস ইউনিভার্সিটি থ্রি এর রোবোটিক্সল্যাবের আয়োজনে কনফারেন্সে সংশ্লিষ্ট গবেষক ও আনুশীলনকারীরা যোগ দেন। মূলত বিশ্বব্যাপী মানুষ ও কৃত্রিম বুদ্ধিমত্তার রোবটের মধ্যে মিথস্ক্রিয়া নিয়ে কাজ করছেন এমন গবেষক ও আনুশীলনকারীরা এই সম্মেলনে সমবেত হন। সূত্র: মেহর নিউজ এজেন্সি।