মঙ্গলবার, ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

রেমডেসিভিরের কাঁচামাল উৎপাদনের প্রযুক্তি অর্জন ইরানের

পোস্ট হয়েছে: জুলাই ১৯, ২০২০ 

news-image

রেমডেসিভির ওষুধ তৈরির প্রয়োজনীয় কাঁচামাল উৎপাদন করতে সক্ষম হয়েছে ইরানের বিজ্ঞানভিত্তিক কোম্পানিগুলো। ইরানের স্বাস্থ্য ও মেডিকেল শিক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও প্রযুক্তি উন্নয়ন দপ্তরের মহাপরিচালক হোসেইন ভাতানপুর এই তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার মেহর নিউজ এজেন্সিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের বিজ্ঞানভিত্তিক কোম্পানিগুলো রেমডেসিভিরের কাঁচামাল ও চূড়ান্ত পণ্য উৎপাদনে সফল হয়েছে।

ভাতানপুর বলেন, স্বাস্থ্য ও মেডিকেল শিক্ষা মন্ত্রণালয় ওষুধটির গণউৎপাদন শুরু করতে ক্লিনিক্যাল ট্রায়ালের ফল পাওয়ার অপেক্ষায় আছে।

ইরানি এই কর্মকর্তা আরও জানান, করোনা ভাইরাসের চিকিৎসায় যেসব কার্যকর ওষুধ সামনে এসেছে তার মধ্যে ফেভিপিরাভির ও রেমডেসিভির উল্লেখযোগ্য। মন্ত্রণালয় এই দুই ওষুধ উৎপাদনে বিজ্ঞানভিত্তিক কোম্পানিগুলোকে সাহায্য করছে বলে জানান তিনি। সূত্র: মেহর নিউজ এজেন্সি।