সোমবার, ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

রুহানির শপথ অনুষ্ঠানে আসছেন ৯২ দেশের প্রতিনিধি

পোস্ট হয়েছে: আগস্ট ৩, ২০১৭ 

news-image

৮ জন প্রেসিডেন্ট ও ১৯ জন সংসদ-স্পিকারসহ অন্তত ৯২টি  দেশের উচ্চ-পদস্থ সরকারি প্রতিনিধিদল প্রেসিডেন্ট রুহানির শপথ গ্রহণের অনুষ্ঠানে যোগ দেবেন।

বিদেশী মেহমানদের মধ্যে থাকবেন ইরাক ও আফগানিস্তানের প্রেসিডেন্ট এবং ইউরোপিয় জোটের পররাষ্ট্র বিভাগের প্রধান ফ্রেডারিকা মোগেরিনি।

ইরানের প্রেসিডেন্ট দপ্তরের তথ্য বিভাগ এই খবর দিয়েছে।

বিদেশী সরকারি প্রতিনিধিদলগুলোর মধ্যে এশিয়া-ওশেনিয়া অঞ্চল থেকে আসবে ২৫ টি দেশের, আরব ও আফ্রিকান অঞ্চল থেকে ২৬ দেশের এবং  ইউরোপ ও আমেরিকা মহাদেশ থেকে আসবে ত্রিশটি দেশের প্রতিনিধিদল।

এ ছাড়াও দেশ-বিদেশের ৪০০’রও বেশি সাংবাদিক ও অলোকচিত্রী এবং ক্যামেরাম্যান তেহরানে আসবেন সরাসরি এই অনুষ্ঠানের সংবাদ প্রচার ও সংগ্রহের জন্য।

শনিবার ৫ আগস্ট তেহরানে এই শপথ অনুষ্ঠানের কথা রয়েছে।

গত ১৯ মে অনুষ্ঠিত ইরানের ১২ তম প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়ে পর পর দ্বিতীয় দফায় ইসলামী এই দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন ডক্টর হাসান রুহানি। প্রায় ৫৭ শতাংশ ভোট পান তিনি। -পার্সটুডে।