শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

রুশ লিগে বর্ষসেরা খেলোয়াড় ইরানের আজমুন

পোস্ট হয়েছে: মে ৩০, ২০২১ 

news-image

ইরানি স্ট্রাইকার সরদার আজমুন রুশ প্রিমিয়ার লিগে (আরপিএল) ২০২০-২০২১ সেশনের জন্য বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।

এফসি জেনিতের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন মতে, আরপিএল এর বর্ষসেরা খেলোয়াড় নির্বাচনে ভোট দেন আরপিএল ব্যবস্থাপকরা, রুশ দলের প্রধান কোচ স্টেনিসলাভ চেরচেসোভ এবং আরপিএল টিম ক্যাপ্টেনরা।

ইরানি স্ট্রাইকার আজমুন ভোটে ৭৬ পয়েন্ট পেয়ে বছরের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। দ্বিতীয় সর্বাধিক ৬১ পয়েন্ট পান আরতেম দিজিউবা এবং তৃতীয় সর্বাধিক ৫১ পয়েন্ট পান সাবেক জেনিত খেলোয়াড় নোবোয়া।২০২০-২১ সেশনে আজমুন মোট ১৯টি গোল করেন। সূত্র: মেহর নিউজ এজেন্সি।