বৃহস্পতিবার, ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

রুশ উৎসবে ৫ ইরানি সিনেমা

পোস্ট হয়েছে: মে ২৮, ২০২৪ 

news-image

গোল্ডেন নাইট ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের বিভিন্ন বিভাগে পাঁচটি ইরানি চলচ্চিত্র দেখানো হচ্ছে। বর্তমানে রাশিয়ার সেভাস্তোপল শহরে এই উৎসব চলছে।

বেহরুজ শোয়েবি পরিচালিত “নো প্রিয়ার অ্যাপয়েন্টমেন্ট” উৎসবের মূল বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছে।
প্রশংসিত নাটকটি একজন ইরানি অভিবাসীর গল্প তুলে ধরেছে। তিনি ৩০ বছর পর নিজের বিচ্ছিন্ন বাবার মৃত্যুর খবর পেয়ে দেশে ফিরে যেতে বাধ্য হন। তিনি তড়িঘড়ি করে জার্মানির বার্লিনে একজন ডাক্তার হিসেবে কাজ থেকে ছুটি নেন। অল্প বয়স্ক অটিস্টিক ছেলেকে সাথে নিয়ে আসেন। এটি তার জন্য চ্যালেঞ্জিং হয়ে ওঠে।

এছাড়াও রুশ উৎসবে হস্তি হোসেইনির “দ্য ব্যাগেজ”, হামিদরেজা মাকসৌদির “হাউস অব দ্য মুন”, সাহরা আবদুল্লাহির “দাগ” এবং আমির হোসেইন মেহমান্দূস্তের “ক্যাটফিশ” দেখানো হচ্ছে।

উৎসব চলবে ৩১ মে পর্যন্ত। সূত্র: তেহরান টাইমস