রিও অলিম্পিকে ৩টি স্বর্ণসহ ইরানের ৮টি পদক জয়
পোস্ট হয়েছে: আগস্ট ২২, ২০১৬
রিও অলিম্পিকে ৩টি স্বর্ণসহ মোট ৮ টি পদক জয় করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। ইরানের পদকগুলো আসে ভারোত্তলন, কুস্তি ও তায়কোয়ান্দো থেকে।
শুক্রবার রাতে পুরুষদের ৭৪ কেজি ওজনশ্রেণিতে রাশিয়ার আনিউয়ার গেদুয়েভকে হারিয়ে কুস্তিতে ইরানকে প্রথম সোনা এনে দেন হাসান ইয়াজদানি। এই ইভেন্টে তিনবারের ইউরোপিয় চ্যাম্পিয়ন গেদুয়েভের সঙ্গে হাসানের লড়াইটা দারুণ জমে উঠেছিল। প্রথম পর্বে ৬-০ পয়েন্টে পিছিয়ে ছিলেন ২১ বছর বয়সী এই ইরানি কুস্তিগির। তবে ম্যাচ শেষের তিন সেকেন্ড বাকি থাকতে সমতায় ফেরা হাসানই শেষপর্যন্ত সোনা জয়ের হাসি হেসেছেন। তিনি জিতেছেন ৩-১ পয়েন্ট ব্যবধানে। রূপা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে রুশ কুস্তিগির আনিউয়ার গেদুয়েভকে।
এর আগে ইরানের দুই অ্যাথলেট কিয়ানোশ রোস্তামি ও সোহরাব মোরাদি দুটি স্বর্ণপদক পান।
এদিকে, রিও অলিম্পিকের ১৩তম দিনে তায়কোয়ান্দো প্রতিযোগিতায় মেয়েদের ৫৭ কেজি ওজনশ্রেণিতে ব্রোঞ্জ পদক জিতেছেন ইরানি তরুণী কিমিয়া আলীজাদেহ জিনোরিন। এর মাধ্যমে তিনি অলিম্পিকে প্রথম কোনো ইরানি নারী হিসেবে পদক জেতার গৌরব অর্জন করেন।