রাশিয়ায় বর্ষসেরা ফুটবলার ইরানের আজমাউন
পোস্ট হয়েছে: ডিসেম্বর ২৬, ২০২১
ইরানের জাতীয় ফুটবল দলের সদস্য সর্দার আজমাউন রাশিয়ায় ২০২১ সালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। তিনি রুশ ক্লাব জেনিট সেন্ট পিটার্সবার্গের হয়ে খেলেন।
রুশ জায়ান্ট জেনিট সেন্ট পিটার্সবার্গ দলের ফরোয়ার্ডার ইরানি ফুটবলার সর্দার আজমাউন রুশ সংবাদপত্র স্পোর্ট এক্সপ্রেস পরিচালিত একটি জরিপে ২০২১ সালে দেশটির বর্ষসেরা ফুটবল খেলোয়াড়ের খেতাব জিতেছেন। ১৬জন পেশাদার কোচ, ১৬ জন সিনিয়র ফুটবল ম্যানেজার, স্পোর্ট এক্সপ্রেস পত্রিকার ১৬ জন সাংবাদিক, সেইসাথে ফুটবল ভক্তরা পত্রিকার ওয়েবসাইটে পরিচালিত এই ভোটে অংশ নেন। জেনিট সেন্ট পিটার্সবার্গের সেন্টার-ফরোয়ার্ডার আজমাউন ইরানের জাতীয় দলের হয়েও স্ট্রাইকার হিসেবে খেলেন। সূত্র: মেহর নিউজ এজেন্সি।