রাশিয়ায় তেল-গ্যাসের আন্তর্জাতিক প্রদর্শনীতে ইরান
পোস্ট হয়েছে: মার্চ ১৩, ২০২২

রাশিয়ার রাজধানী মস্কোতে তেল ও গ্যাস শিল্পের সরঞ্জাম ও প্রযুক্তির ওপর অনুষ্ঠিত হতে যাওয়া ২১তম আন্তর্জাতিক প্রদর্শনীতে (নেফতেগ্যাজে) অংশগ্রহণ করতে প্রস্তুত বেশ কিছু ইরানি জ্ঞানভিত্তিক কোম্পানি।
ইরানের বিজ্ঞান ও প্রযুক্তির ইন্টারন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইন্টার্যাকশন সেন্টারের প্রধান ভাইস-প্রেসিডেন্সি মেহেদি গালেনোই জানিয়েছেন, আসন্ন ইন্টারন্যাশনাল এক্সিবিশন ফর ইকুইপমেন্ট অ্যান্ড টেকনোলজিস ফর অয়েল অ্যান্ড গ্যাস ইন্ডাস্ট্রিজে (এনইএফটিইজিএজেড) ইরানের বেশ কিছু জ্ঞানভিত্তিক কোম্পানি অংশ নেবে। ২১তম এনইএফটিইজিএজেড মস্কোতে ১৮ থেকে ২১ এপ্রিল অনুষ্ঠিত হবে। মেলায় সমগ্র শিল্পকে একত্রিত করে নতুন সব পণ্য এবং প্রবণতা তুলে ধরা হবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।