রাজধানীর হোটেল সেরিনায় ইরানিয়ান ফুড ফেস্টিভাল ২ ফেব্রুয়ারি শুরু
পোস্ট হয়েছে: জানুয়ারি ২১, ২০১৯

রাজধানীর হোটেল সেরিনায় আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী ইরানিয়ান ফুড ফেস্টিভাল। ইরানের ঐতিহ্যবাহী খাদ্য সংস্কৃতির নানা রূপ তুলে ধরতে ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্র ও হোটেল সেরিনার যৌথ উদ্যোগে এই বিশেষ ফুড ফেস্টিভালের আয়োজন করা হচ্ছে। ফেস্টিভালের বিশেষ আকর্ষণ হিসাবে থাকছে বিশিষ্ট ইরানি শেফ হোসাইন নাজমি। তার তত্ত্বাবধানেই প্রস্তত করা হবে অন্যরকম স্বাদের নানা রকম ইরানি খাবার।
ঢাকাস্থ ইরানি রাষ্ট্রদূত মুহাম্মদ রেজা নাফারসহ বিশিষ্টজনদের উপস্থিতিতে ২ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যা ৬.০০ টায় উৎসবের উদ্বোধন করা হবে। যারা ইরানি খাবার খেতে ইচ্ছুক তাদের জন্য প্রতিদিন সন্ধ্যা ৭.০০ থেকে রাত ১১.০০ পর্যন্ত বুফে ডিনারে রয়েছে বিরাট আয়োজন। আকর্ষণীয় অফারে এই ফেস্টিভাল চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।