রাইসির আমলে ইরানের বৈদেশিক বাণিজ্য বেড়েছে ৪৮ শতাংশ
পোস্ট হয়েছে: আগস্ট ২২, ২০২২

প্রেসিডেন্ট রাইসির অধীনে ইরানের ১৩তম সরকারের প্রথম বছরে দেশটির বৈদেশিক বাণিজ্য অভূতপূর্ব ভাবে ৪৮ শতাংশ বেড়েছে।
ইরানের কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যানে (সিবিআই) এই চিত্র উঠে এসেছে। পণ্য ও পরিষেবার আমদানি ও রপ্তানিসহ দেশের বৈদেশিক বাণিজ্যের উপর ইরানের কেন্দ্রীয় ব্যাংকের ওই পরিসংখ্যান বলছে, প্রেসিডেন্ট রাইসির জনপ্রিয় সরকারের প্রথম বছরে অভূতপূর্ব সাফল্য দেখা গেছে। প্রেসিডেন্ট রাইসির প্রশাসনের প্রথম বছরে ইরানের বৈদেশিক বাণিজ্য ৪৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যা গত দুই বা তিন দশকের মধ্যে সর্বোচ্চ বার্ষিক প্রবৃদ্ধি। ইরানের পরমাণু চুক্তির (জেসিপিওএ) পরেও এই ধরনের প্রবৃদ্ধি দেখা যায়নি। সূত্র: মেহর নিউজ।