সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

রমজানে ইরানে জ্যোতির্বিদ্যা ট্যুরের আয়োজন

পোস্ট হয়েছে: এপ্রিল ১৯, ২০২২ 

news-image

ইরানের কেন্দ্রীয় কোম প্রদেশে পবিত্র রমজান মাসে ধারাবাহিকভাবে জ্যোতির্বিদ্যা ট্যুরের আয়োজন করা হচ্ছে। প্রাদেশিক পর্যটন প্রধান আলিরেজা আরজমান্দির এই তথ্য জানান।রবিবার সিএইচটিএন এর খবরে বলা হয়, তিনি বলেন, সফর চলাকালীন বিভিন্ন বয়সের জন্য জ্যোতির্বিদ্যার বিভিন্ন কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। চন্দ্র ও নক্ষত্র পর্যবেক্ষণের পাশাপাশি হযরত মাসুমেহ (সা.আ.)-এর পবিত্র মাজারে জ্যোতির্বিদ্যার প্রশিক্ষণ কোর্সের আয়োজন সফরের গুরুত্বপূর্ণ কর্মসূচির মধ্যে অন্যতম। কোমের মরুভূমিতে রাতের আকাশ পর্যবেক্ষণ এবং জ্যোতির্বিদ্যাগত পর্যটন বিকাশের জন্য এটি ভাল সুযোগ বলে মন্তব্য করেন তিনি।টেকসই পর্যটনের একটি কম গবেষণা হওয়া একটি অংশের প্রতিনিধিত্ব করেজ্যোতির্বিদ্যাগত পর্যটন। অন্ধকার রাতের আকাশ একটি অন্তর্নিহিত সম্পদ এবং পর্যটনের এই শাখাটি গ্রামীণ এলাকায় টেকসই উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম। সূত্র: তেহরান টাইমস।