মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

যে কারণে কমান্ডার সোলাইমানির প্রিয় নির্মাতা ছিলেন হাতামিকিয়া

পোস্ট হয়েছে: জানুয়ারি ৩, ২০২১ 

news-image

ইরানের কমান্ডার কাসেম সোলাইমানির প্রিয় চলচ্চিত্র নির্মাতা ছিলেন ইব্রাহিম হাতামিকিয়া। ইরানি এই চলচ্চিত্রকার তার নির্মিত ড্রামা ‘চে’ ও ‘দামেস্ক টাইম’ এ সোলাইমানি সম্পর্কে সরাসরি মন্তব্য করেন। আর যে কারণেই মধ্যপ্রাচ্যের প্রভাবশালী এই সেনা কর্মকর্তার পছন্দের নির্মাতা ছিলেন তিনি।

‘চে’ তে ১৯৭৯ সালের ১৬ ও ১৭ আগস্ট যুদ্ধ অভিজ্ঞ মোস্তাফা চামরানের জীবনের টানা ৪৮ ঘণ্টা লড়াইয়ের চিত্র তুলে ধরা হয়েছে। সেসময় কোরদেস্তান অঞ্চলে চলমান গৃহযুদ্ধে কয়েকটি সামরিক অভিযান পরিচালনার জন্য তাকে সেখানে পাঠানো হয়েছিল। চলচ্চিত্রটির ৩২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। ‘চে’ ড্রামাটি ছয়টি শীর্ষ পুরস্কার লাভ করেছে।

জেনারেল সোলাইমানি একটি উন্মুক্ত চিঠিতে হাতামিকিয়াকে ‘আর্ট চিফ’ হিসেবে অভিহিত করেন। চিঠিতে তিনি লেখেন, দীর্ঘ সময় পর ‘চে’ দেখার বিরল সুযোগ হয়েছে।

ছবিটিতে ইরানি জনগণ ও মুসলিমদের অসহায়ত্ব তুলে ধরায় তিনি প্রশংসা করেন। পরবর্তীতে ‘দামেস্ক টাইম’ এ আইএসের নৃশংসতা তুলে ধরায় হাতামিকিয়ার প্রশংসা করেন সোলাইমানি। সূত্র: তেহরান টাইমস।