মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

যুক্তরাজ্যের উৎসবে সেরা ড্রামা ইরানের ‘বেটার দেন নিল আর্মস্ট্রং’

পোস্ট হয়েছে: জুলাই ২১, ২০২০ 

news-image

যুক্তরাজ্যে অনুষ্ঠিত সাউথপোর্ট ফিল্ম ফেস্টিভালে ‘সেরা ড্রামা’ পুরস্কার জিতেছে নির্মাতা আলিরেজা কাশেমি পরিচালিত ইরানি শর্ট ফিল্ম ‘বেটার দ্যান আর্মস্ট্রং’।  আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটির এবার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়।

আলিরেজা কাশেমির লেখা ও পরিচালনার ইরানি স্বল্পদৈর্ঘ্য ‘বেটার দ্যান নিল আর্মস্ট্রং’ চারটি শিশুর গল্প নিয়ে তৈরি করা হয়েছে। তারা ‘রেডল্যান্ড’ নামে একটি রহস্যময় জায়গা খোঁজার মিশন নিয়ে চন্দ্র ভ্রমণ শুরু করে। কিন্তু রেডল্যান্ডের দরজাগুলোতে পাহারায় থাকেএকটি ক্ষতিকর সাপ।

প্রথম সাউথপোর্ট ফিল্ম ফেস্টিভাল অনলাইনে ২৬ থেকে  ২৮ জুন অনুষ্ঠিত হয়। ইরানি স্বল্পদৈর্ঘ্যটি এ পর্যন্ত চল্লিশের অধিক আন্তর্জাতিক উৎসবে প্রতিদ্বন্দ্বিতা করেছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।