সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

মৌলকোষ বা স্টেমসেল গবেষণায় বিশ্বে অষ্টম স্থানে ইরান

পোস্ট হয়েছে: জানুয়ারি ২২, ২০১৪ 

news-image

মৌলকোষ বা স্টেমসেল উতপাদন প্রযুক্তি সংক্রান্ত গবেষণায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের অবস্থান বিশ্বে অষ্টম। ইরানের কোম প্রদেশের জিহাদ বিশ্ববিদ্যালয়ের প্রধান মুহাম্মাদ ইব্রাহিম ফাকিহজাদেহ এই তথ্য জানিয়েছেন।

মৌল কোষ উতপাদনের মাধ্যমে সম্প্রতি যকৃতের ক্যান্সারে আক্রান্ত ইরানের একটি শিশুকে সম্পূর্ণ সুস্থ করতে সক্ষম হয়েছেন বিশেষজ্ঞরা। বিশ্বে এর আগে এই পদ্ধতিতে মাত্র অল্প কয়েকজন ক্যান্সার রোগীকে সুস্থ করতে পেরেছেন বিজ্ঞানীরা।

ইরানের রুইয়ান গবেষণা কেন্দ্র সম্প্রতি অপ্রাকৃতিক পদ্ধতিতে একটি কালো ইঁদুরের ভ্রুণের মৌল কোষ একটি সাদা ইঁদুরের গর্ভে (ব্লাস্টোসিস্টে) ব্যবহার করে ভ্রুণের পরিবর্তন ঘটায় এবং এরপর পরিবর্তিত সেই ভ্রূণ আরেকটি ইঁদুরের গর্ভে প্রয়োগ করে কালো বর্ণের একটি ইঁদুর জন্ম দিয়েছে।
এর আগে ২০০৬ সালে এই একই গবেষণা কেন্দ্র ক্লোনিংয়ের মাধ্যমে দেশটির প্রথম ক্লোন ভেড়া ‘রুইয়ানা’র জন্ম দেয়।

রেডিও তেহরান, ২১ জানুয়ারি, ২০১৪