মেডিকেল পর্যটকদের জন্য ২৪০ হাসপাতাল প্রস্তুত ইরানের
পোস্ট হয়েছে: জুলাই ৩১, ২০২৩
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2023/07/3333493.jpg)
ইরানের স্বাস্থ্যমন্ত্রী বাহরাম আইনুল্লাহি বলেছেন, তার দেশের প্রায় ২৪০টি হাসপাতাল মেডিকেল পর্যটকদের গ্রহণ করতে সদা প্রস্তুত রয়েছে।তিনি জানান, গত বছর (মার্চ ২০২২ থেকে মার্চ ২০২৩) প্রায় ১২শ মেডিকেল পর্যটক ইরানে স্বাস্থ্য পরিষেবা পেয়েছেন। সাধারণত প্রতিবেশী দেশগুলির লোকেরা স্বাস্থ্য পরিষেবার জন্য ইরান ভ্রমণ করেছে বলে তিনি জানান। খবর আইআরআইবি’র।
আইনুল্লাহি বলেন, ‘ধীরে ধীরে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে ইরানের অগ্রগতি হচ্ছে। পরিচিতি বাড়ার সাথে সাথে মেডিকেল পর্যটকদের সংখ্যাও বেড়েছে। কারণ তারা ইরানের চিকিৎসা বিজ্ঞানকে বিশ্বাস করেন। সূত্র: তেহরান টাইমস।