মুসলিম মেধাবী শিক্ষার্থীদের জন্য ইরানের ১০০ স্কলারশিপ
পোস্ট হয়েছে: মার্চ ১০, ২০২২

ইরানের বিশ্ববিদ্যালয়গুলোতে মৌলিক বিজ্ঞানে স্নাতকোত্তর এবং ডক্টরাল স্তরে অধ্যয়নরত ইসলামি দেশগুলোর ১০০ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দেবে ইরান। তেহরানের শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর সা’দুল্লাহ নাসিরি এই তথ্য জানিয়েছেন।
বুধবার আন্তর্জাতিক মৌলিক বিজ্ঞান বর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। ২০২১ সালের ডিসেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদ ২-এর ৭৬তম অধিবেশনে ২০২২ কে মৌলিক বিজ্ঞান বর্ষ ঘোষণা করা হয়। মৌলিক বিজ্ঞানের প্রয়োগ ওষুধ, শিল্প, কৃষি, পানিসম্পদ, শক্তি পরিকল্পনা, পরিবেশ, যোগাযোগ এবং সংস্কৃতির অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ। এসব বিষয়ের ওপর গুরুত্বারোপ করতেই এই বর্ষ ঘোষণা করা হয়। নাসিরি জানান, মৌলিক বিজ্ঞান বর্ষে দেশের শীর্ষস্থানীয় অধ্যাপকদের তত্ত্বাবধানে গবেষণাকে এজেন্ডায় রাখার জন্য ডক্টরাল এবং স্নাতক স্তরে প্রতিবেশী ও ইসলামি দেশগুলোর ১০০ মেধাবী শিক্ষার্থীর জন্য মৌলিক বিজ্ঞানে অধ্যয়নের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্র: তেহরান টাইমস।