রবিবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

মুসলিম বিশ্বের উন্নয়নের পথে প্রধান অন্তরায় সন্ত্রাসবাদ: ইরান

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২৬, ২০১৮ 

news-image

ইরান বলেছে, মুসলিম দেশগুলোর উন্নয়নের পথে অন্যতম প্রধান বাধা হচ্ছে সন্ত্রাসবাদ। মধ্যপ্রাচ্যের কোনো কোনো দেশের পক্ষ থেকে প্রচার করা উগ্র তাকফিরি চিন্তাধারা এ অঞ্চলে সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়ার প্রধান কারণ বলেও তেহরান উল্লেখ করেছে।

তেহরান সফররত আজারবাইজানের স্বরাষ্ট্রমন্ত্রী রামিল উসুবোভ সোমবার ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন।

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের মতবিরোধ সৃষ্টি করার লক্ষ্যে আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের প্রচেষ্টার তীব্র নিন্দা জানিয়ে শামখানি বলেন, প্রতিবেশী দেশগুলোর উচিত পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার মাধ্যমে মতবিরোধ সৃষ্টির ষড়যন্ত্র নস্যাত করে দেয়া।

সাক্ষাতে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আহওয়াজে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার নিন্দা জানান আজারবাইজানের স্বরাষ্ট্রমন্ত্রী। উসুবোভ বলেন, আজারবাইজান সন্ত্রাস বিরোধী যুদ্ধে ইরানের অভিজ্ঞতা কাজে লাগাতে চায়। পার্সটুডে।