মুসলিম দেশগুলোকে খণ্ডবিখণ্ড করার ভয়াবহ ষড়যন্ত্র চলছে: মাহের হামুদ
পোস্ট হয়েছে: মে ৯, ২০১৭

লেবাননের প্রতিরোধকামী ওলামা ইউনিয়নের প্রধান মাহের হামুদ আরব দেশগুলোকে খণ্ডবিখণ্ড করার ষড়যন্ত্রের ব্যাপারে হুঁশিয়ার করে দিয়েছেন।
আল মানার টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ অঞ্চলের মুসলিম দেশগুলোতে নিরাপত্তা ও স্থিতিশীলতা বিনষ্ট করার জন্য শত্রুদের গভীর ষড়যন্ত্রের কথা উল্লেখ করেছেন। মাহের হামুদ বলেন, সহিংসতা, রক্তপাত ও ধ্বংসযজ্ঞের মাধ্যমে গোটা মুসলিম উম্মাহকে নিঃশেষ করে দেয়ার জন্য একের পর এক পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
লেবাননের ওলামা ইউনিয়নের প্রধান বলেন, শত্রুরা বর্তমানে সিরিয়া, ইয়েমেন, ইরাক ও লিবিয়াসহ আরো কয়েকটি মুসলিম দেশে পরিকল্পিতভাবে গৃহযুদ্ধ বাঁধিয়ে রেখেছে। কিন্তু এসব দেশের জনগণের ধৈর্য, সচেতনতা ও প্রতিরোধ শত্রুদের ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে। তাই শেষ পর্যন্ত শত্রুরা নয় বরং জনগণেরই বিজয় হবে।
সূত্র: পার্সটুডে।