শুক্রবার, ৩১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

মুসলিম তরুণী সুইডেনের সর্বকনিষ্ঠ মন্ত্রী

পোস্ট হয়েছে: অক্টোবর ২৮, ২০১৫ 

news-image

মাত্র ২৭ বছর বয়সে সুইডেনের শিক্ষা মন্ত্রী হওয়ার গৌরব অর্জন করেছেন বসনিয়ার এক অভিবাসি মুসলিম তরুণী। কর্মঠ যুবক মুসলিমদের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করলেন আইদা হাদজিয়ালিক নামের এ মুসলিম তরুণী।

স্টিফেন লোভেনের নতুন সংসদের সদস্য আইদা লুন্ড বিশ্ববিদ্যালয় থেকে আইনে  স্নাতক পাশ করেন। তিনি ২৩ বছর বয়সে সুইডেনের হালমাস্টেড শহরের ডেপুটি মেয়র হয়েছিলেন।

স্ইুডেন রাজনীতিবিদ আইদা ১৯৮৭ সালে বসনিয়ায় জন্মগ্রহণ করেন। সুইডেনের ইতিহাসে তিনিই সর্বকনিষ্ঠ মন্ত্রী বলে জানা যায়।

বসনিয়া-হার্জেগোভেনিয়া যুদ্ধের সময় আইদার পরিবার সুইডেনে চলে আসেন। এসময় তার বয়স ছিল ৫ বছর।

সূত্র:  আরবনিউজ।