মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

‘মুসলিম উম্মাহর প্রতি শহীদ নাসরুল্লাহর সেবা চির-স্মরণীয় হয়ে থাকবে’

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২৪, ২০২৫ 

news-image

ইরানের সুন্নি আলেম সমাজ এক বিবৃতিতে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন ও মুসলিম উম্মাহর প্রতি লেবাননের বিশিষ্ট সংগ্রামী নেতা শহীদ সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর সেবাগুলোকে চির-স্মরণীয় বলে মন্তব্য করেছেন।

লেবাননে দেশটির জনপ্রিয় ইসলামী প্রতিরোধ আন্দোলনের মরহুম মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর আনুষ্ঠানিক দাফন ও শোক-অনুষ্ঠান পালন শুরুর প্রাক্কালে ইরানের সুন্নি আলেম সমাজের বিশিষ্ট ব্যক্তিত্বদের পক্ষ থেকে সম্মানসূচক নানা মন্তব্য ও বক্তব্য প্রকাশ করা হচ্ছে। এখানে ঐসব মন্তব্যের কিছু অংশ তুলে ধরছি:

আজ রোববার ইরানের সুন্নি আলেমদের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে: ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন ও মুসলিম উম্মাহর প্রতি লেবাননের বিশিষ্ট সংগ্রামী নেতা শহীদ সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর সেবাগুলো, বিশেষ করে যেকোনো ইহুদিবাদী-মার্কিন ষড়যন্ত্রগুলোর মোকাবেলায় তাঁর প্রতিরোধ এবং গাজার রণাঙ্গনের সহায়তায় উত্তর-ফিলিস্তিনে তথা দক্ষিণ লেবানন সংলগ্ন অধিকৃত ফিলিস্তিনে ইসরাইল-বিরোধী যুদ্ধের ফ্রন্ট খোলার কার্যক্রম চির-স্মরণীয় হয়ে থাকবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, মুসলিম উম্মাহর প্রধান কর্তব্য হল ফিলিস্তিন সংকট এবং আল-কুদস্ শরিফ বা পবিত্র বায়তুল মুকাদ্দাস শহর ও আল-আকসা মসজিদকে (মুসলমানদের প্রথম কিবলা) স্বাধীন করার বিষয়কে সব কিছুর চেয়ে প্রাধান্য দেয়া এবং এটি পবিত্র কুরআনের অন্যতম প্রধান বা মৌলিক শিক্ষার অংশ।

সাইয়্যেদ নাসরুল্লাহ ইসলামী প্রতিরোধের প্রতীক

ইরানের উরুমিয়্যেহ শহরের সুন্নি জুমা-ইমাম মামেদ কালশি নেজাদ সাইয়্যেদ হাসান নাসরুল্লাহকে ইসলামী প্রতিরোধ আন্দোলনের প্রতীক হিসেবে উল্লেখ করে বলেছেন, সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ কেবল রাজনৈতিক ক্ষেত্রেই নন, একইসঙ্গে ইসলামী প্রতিরোধের ক্ষেত্রেও প্রধান ভূমিকা রেখেছেন।

তিনি সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর ব্যক্তিত্ব প্রসঙ্গে বলেছেন, সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ইসলামী মূল্যবোধ ও মুক্তিকামিতার মূল্যবোধগুলোর ওপর ভর করে কেবল লেবাননের ওপরই নয় গোটা অঞ্চলের ওপরই প্রভাব রাখতে সক্ষম হন। প্রতিরোধ ও মুসলিম জাতিগুলোর মধ্যে ঐক্য সম্পর্কে তাঁর বক্তব্যগুলো সব সময়ই ঐক্যের চেতনা সৃষ্টিতে এবং জুলুম ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রামে প্রেরণা যুগিয়েছে।

সুন্নিদের পাশে (তাদেরই সহযোগী হিসেবে) একই যুদ্ধের সেনাদল

মুসলিম মাজহাবগুলোর ঘনিষ্ঠকরণ বিষয়ক বিশ্ব সংস্থার মহাসচিব হামিদ শাহরিয়ারিও সুন্নি মুসলমানদের সঙ্গে ঘনিষ্ঠতা সম্পর্কে সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর নানা উপদেশের কথা স্মরণ করিয়ে দিয়ে গত ১৬ ফেব্রুয়ারি বলেছেন, সুন্নি মুসলমানদের সঙ্গে ঘনিষ্ঠতা সম্পর্কে সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ’র অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ আলোকপাত ও কল্যাণকর কথা ছিল এটা যে- শিয়া তৈরির পরিকল্পনা আমাদের নেই-এটি একটি অপবাদ যা শত্রুরা আমাদের সম্পর্কে প্রচার করেছে।

হামিদ শাহরিয়ারি আরও বলেছেন, শহীদ নাসরুল্লাহ গাজা সম্পর্কে এই মনোভাব পোষণ করতেন যে আমরা সবাই একই রণাঙ্গনের সেনা যাদের উচিত সুন্নি ভাইদের পাশে দাঁড়ানো এবং একে-অপরকে সহায়তা দেয়া, কারণ শত্রুরা খুবই শক্তিশালী; তাই ঐক্য ও সংহতি ছাড়া আমরা কোনো কাজকেই এগিয়ে নিতে পারব না।

শহীদ সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর জন্য কাঁদলেন ইরাকের সুন্নি আলেম সমিতির সভাপতি

খালেদ মাল্আ নামের এই সুন্নি আলেম শহীদ সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর জন্য কেঁদেছেন বা অশ্রু বিসর্জন দিয়েছেন এমন ভিডিও ভাইরাল হয়েছে। তিনি আরবদের উদ্দেশ করে বলেছেন, নাসরুল্লাহর কাছে তোমরা আর কি চাও? নাসরুল্লাহ চল্লিশ বছর ধরে অপরাধী ইহুদিবাদীদের মোকাবেলায় বাঁধের মত প্রতিরোধ গড়ে তুলেছিলেন। তিনি যদি দুনিয়া চাইতেন তাহলে প্রাচ্য বা পশ্চিমা কোনো দেশে জীবন-যাপন করতেন এবং মারা যেতেন না। কিন্তু তিনি আমাদের জন্য ও মুসলিম উম্মাহর জন্য সম্মান ও গৌরব চেয়েছিলেন।  পার্সটুডে/