মাস্ক তৈরির মেশিন রপ্তানি করছে ইরান
পোস্ট হয়েছে: মে ৩১, ২০২০
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2020/05/3462884.jpg)
প্রথমবারের মতো ডেনমার্কে মাস্ক তৈরির মেশিন রপ্তানি করলো ইসলামি প্রজাতন্ত্র ইরান। বুধবার ইরানের বিস্তৃত বৈজ্ঞানিক রূপরেখা বাস্তবায়ন বিষয়ক কৌশলগত সদরদপ্তরের একটি অধিবেশনে বক্তৃতাকালে দেশটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট সোরেনা সাত্তারি এই তথ্য জানিয়েছেন।
এসময় তিনি আরও জানান, ইরান ইতোমধ্যে কিছু দেশে করোনাভাইরাস শনাক্তকরণ কিট রপ্তানি করছে।
ইরান মে মাসের শুরুর দিকে জার্মানিতে করোনাভাইরাস শনাক্তকরণ কিটের প্রথম চালান পাঠায়। ইরানি কর্তৃপক্ষ বলছে, ইরান থেকে অন্যান্য দেশে দেশীয় তৈরি কিট রপ্তানি মহামারি মোকাবেলায় দেশীয় প্রচেষ্টার ক্ষেত্রে একটি সফলতার চিহ্ন। সূত্র: মেহর নিউজ এজেন্সি।