মঙ্গলবার, ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

মাসিক বৈদেশিক বাণিজ্য ৭.৫ বিলিয়ন ডলার পৌঁছলো ইরানের

পোস্ট হয়েছে: এপ্রিল ৬, ২০২১ 

news-image

ইরানের গত অর্থবছরের শেষ মাসে (২০ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চ) বৈদেশিক বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ৭ দশমিক ৪৬ বিলিয়ন ডলার। ইসলামি প্রজাতন্ত্র ইরানের শুল্ক প্রশাসনের (আইআরআইসিএ) মুখপাত্র রুহুল্লাহ লাতিফি জানান, গত বছরের ১২তম মাসে আগের মাসের তুলনায় তার দেশের বৈদেশিক বাণিজ্যে প্রবৃদ্ধি হয়েছে ৬৪১ মিলিয়ন ডলার বা ৯ দশমিক ৪ শতাংশ।

আইআরআইসিএ মুখপাত্র বলেন, ওই মাসে ইরানের রপ্তানি বাণিজ্য হয়েছে ৩ দশমিক ৩৩ বিলিয়ন ডলারের এবং আমদানি বাণিজ্য হয়েছে ৪ দশমিক ১৩ বিলিয়ন ডলারের। সূত্র: মেহর নিউজ এজেন্সি।