মার্কির উৎসবে সেরা অভিনেত্রী ইরানের আফশারপুর
পোস্ট হয়েছে: নভেম্বর ২১, ২০২১

আমেরিকার রুট সিক্সটি সিক্স চলচ্চিত্র উৎসবে সেরা অভিনয়ের পুরস্কার জিতেছেন ইরানি অভিনেত্রী নাসিম আফশারপুর। আদেল মাশুরি নির্মিত ইরানি স্বল্পদৈর্ঘ্য ‘হাউস অব ফরচুন’ এ অভিনয়ের জন্য তিনি এই শীর্ষ পুরস্কার লাভ করেন।
আফশারপুর হচ্ছেন ইরানি স্বল্পদৈর্ঘ্যটির একমাত্র অভিনেত্রী যিনি মার্কিন এই চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর অ্যাওয়ার্ড জিতেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনয় রাজ্যের রাজধানী স্প্রিংফিল্ডে রুট সিক্সটি সিক্স চলচ্চিত্র উৎসব ৫ থেকে ১৫ নভেম্বর অনুষ্ঠিত হয়।‘হাউজ অব ফরচুন’ এ রাহিল মোহাজার এর বিয়ের রাতের গল্প তুলে ধরা হয়েছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।