মার্কিন ড্রোন ভূপাতিত নিয়ে ইরানে শিল্প প্রদর্শনী
পোস্ট হয়েছে: জুন ৩০, ২০১৯

মার্কিন গোয়েন্দা ড্রোন ‘গ্লোবাল হক’ ভূপাতিত করার ঘটনা নিয়ে পোস্টার ও কার্টুন প্রদর্শনীর আয়োজন করবে ইরান। রাজধানী তেহরানে আর্ট ব্যুরো অব দ্যা ইসলামিক আইডিওলজি ডিসেমিনেশন অরগানাইজেশন এই প্রদর্শনীর আয়োজন করবে।
বুধবার আয়োজকেরা জানিয়েছেন, ‘হার্ড স্লাপস’ শীর্ষক শিল্প প্রদর্শনীতে ইরানি শিল্পীদের তৈরি সব শিল্পকর্ম অংশ নেবে। ইরানিয়ান ফটোগ্রাফার্স সেন্টারে ৩০ জুন থেকে ১৩ জুলাই এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
গত বৃহস্পতিবার ভোরে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি আমেরিকার অত্যাধুনিক গোয়েন্দা ড্রোন গ্লোবাল হক ভূপাতিত করে। কয়েক বার সতর্ক করার পরও মার্কিন ড্রোন ইরানের আকাশসীমায় প্রবেশ করায় ক্ষেপণাস্ত্রের সাহায্যে তা ধ্বংস করা হয়। সূত্র: মেহর নিউজ এজেন্সি।