মার্কিন উৎসবে সেরা চলচ্চিত্র ইরানি ছবি ‘লিমিট’
পোস্ট হয়েছে: মার্চ ১১, ২০২০

আমেরিকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে সেরা চলচ্চিত্রের খেতাব কুড়াল ইরানি শর্ট ফিল্ম ‘লিমিট’। উডবুরি চলচ্চিত্র উৎসবের এবারের দ্বিতীয় আসরে ছবিটি সেরা ছবির অ্যাওয়ার্ড লাভ করে। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন ইরানি নির্মাতা জাভাদ দারায়ি।
৮ মিনিটের ছবি ‘লিমিট’ স্থানীয় এক ব্যক্তির জীবন নিয়ে নির্মাণ করা হয়েছে। লোকটি একটি শান্ত গ্রামে বসবাস করতো। একদিন কোনো এক প্রয়োজনে স্থানীয় লোকজনের কাছ থেকে তিনি সাহায্য চান। এসময় হঠাৎ করে কেউ একজন তার কক্ষে প্রবেশ করেন।
আমেরিকার উটাহ অঙ্গরাজ্যের সল্ট লেক সিটিতে অনুষ্ঠিত দ্বিতীয় উডবুরি ফিল্ম ফেস্টিভ্যালে ‘লিমিট’ সেরা চলচ্চিত্রের পুরস্কার লাভ করে। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটি অনুষ্ঠিত হয় ৬ থেকে ৮ মার্চ।
জাভাদ দারায়ির ছবিটি এর আগে কয়েকটি পুরস্কার জিতেছে। ছবিটি ফ্রান্সের দশম ইন্টার’২ মারচেস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে জুরি গ্র্যান্ড প্রিক্স অ্যাওয়ার্ড ও আমেরিকার নিউ ইয়র্কে ২০১৯ গ্লোবাল শর্ট ফিল্ম অ্যাওয়ার্ডে সেরা পরিচালকের পুরস্কার লাভ করে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।