মার্কিন উৎসবে দুই ইরানি ছবি
পোস্ট হয়েছে: আগস্ট ২০, ২০২০
আমেরিকায় অনুষ্ঠিতব্য পঞ্চম মেইক আর্ট নট ওয়ার টিজার ফিচার চলচ্চিত্র উৎসবে অংশ নেবে ইরানি চরচ্চিত্রকার আসগার আব্বাসির স্বল্পদৈর্ঘ্য ‘সেতিন’ ও ‘বেলস’।
‘সেতিন’ চলচ্চিত্রটিতে একটি পুরনো ভালোবাসা ও একটি পরিবারের মধ্যকার গভীর এক বিভাজনের কাহিনী তুলে ধরা হয়েছে। স্বল্পদৈর্ঘ্যটিতে দেখা যাবে, ভালোবাসা সেই ঘাটতি পূরণ করে একটি বিচ্ছেদ প্রতিরোধ করতে সক্ষম হয়েছে।
অন্যদিকে ‘বেল’ ছবিটির সারমর্ম হলো ‘ঘণ্টাটি গুরুত্ব সহকারে নিন’। আসগার ‘বেল’ সম্পর্কে বলেন, করোনা ভাইরাসের কারণে কোয়ারেন্টাইনে বাসায় থাকার সময় কোনো ধরনের খরচ-খরচা বা সুযোগ-সুবিধা ছাড়া আমরা ছবিটি তৈরি করি। আমরা বিশ্বাস করি সিনেমার একটি নতুন সৃজনশীলতা ও চিন্তা থাকা প্রয়োজন।
মেইক আর্ট নট ওয়ার টিজার ফিচার চলচ্চিত্র উৎসব যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।