মহাকাশে মানব রোবট পাঠাবে ইরান
পোস্ট হয়েছে: নভেম্বর ১২, ২০২০
আগামী ইরানি বছরের (যা শুরু হবে ২১ মার্চ ২০২১) শুরুর দিকে মহাকাশে একটি মানব রোবট পাঠাবে ইরান। মহাকাশে মানুষ পাঠানোর চূড়ান্ত পর্যায়ের আগে রোবটটি পাঠাতে যাচ্ছে। এটি দিয়ে মহাশূন্যে জীবন্ত জীব পাঠানো সম্পর্কে তথ্য জানা যাবে। ইরানের মহাকাশ গবেষণা ইন্সটিটিউটের (এআরআই) প্রধান ফাথোল্লাহ অম্মি এই তথ্য জানান।
তিনি বলেন, প্রযুক্তির বিশ্বে কোনো দেশ মহাকাশে মানুষ পাঠাতে সফল হলে তাকে সুপার পাওয়ার বলা হয়। ইরান অনেক বছর ধরে মহাকাশে জীবন্ত জীব পাঠানোর জন্য কাজ করে যাচ্ছে। মানুষ পাঠানোর জন্য যথাযথ অবকাঠামো প্রস্তুত শুরু হয়েছে।
এআরআই প্রধান আরও জানান, ইরান মহাকাশে মানুষ পাঠানোর লক্ষ্যমাত্রা অর্জনের পথে বর্তমানে নবম ধাপে রয়েছ। এই ধাপে ইরানি বিজ্ঞানীদের তৈরি একটি মানব রোবট পাঠানো হবে। সূত্র: তেহরান টাইমস।