মহাকাশ পণ্যের বাজার চালু করবে ইরান
পোস্ট হয়েছে: মে ২৯, ২০১৮

নিকট ভবিষ্যতে মহাকাশ পণ্যের একটি জাতীয় বাজার প্রতিষ্ঠা করতে যাচ্ছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। দেশীয়ভাবে তৈরি মহাকাশ শিল্পের বিভিন্ন পণ্য সামগ্রী, সেবা, প্রযুক্তি ও সফটওয়্যারকে আন্তর্জাতিক বাজারে পরিচয় করিয়ে দিতে এই উদ্যোগ নিয়েছে দেশটি।
গত শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস প্রেসিডেন্সির মহাকাশ প্রযুক্তি সদর দফতরের প্রধান মানুচেহর মানতেকি। তিনি জানান, মহাকাশ শিল্প খাতে তৎপর উদ্যোক্তাদের সহায়তায় ও চাহিদাকৃত সংশ্লিষ্ট পণ্যের বাজারের বিকাশে এই মার্কেট প্রতিষ্ঠা করা হবে।
মানতেকি বলেন, ‘‘আমরা ইতোমধ্যে বেসরকারি খাতে বিনিয়োগ আকৃষ্টের চেষ্টা করেছি এবং মহাকাশ শিল্পের তিনটি পণ্যের জন্য মূলধন বিনিয়োগের উদ্যোগ নিয়েছি।’’
উল্লেখ্য, মহাকাশ গবেষণা সংস্থাগুলো মহাকাশ গবেষণা, মহাকাশ যানের নকশা প্রণয়ন, উৎপাদন ও পরিচালনার কাজ করে থাকে। মহাকাশ পণ্য উৎপাদন একটি অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন শিল্প। যা বিমান, গাইডেড মিসাইল, মহাকাশ যান, বিমান ইঞ্জিন ও সংশ্লিষ্ট যন্ত্রপাতি তৈরির কাজ করে থাকে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।