বুধবার, ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

মস্কোর গাড়ি মেলায় ইরানি কোম্পানিগুলোর শক্তিশালী উপস্থিতি

পোস্ট হয়েছে: আগস্ট ২৩, ২০২২ 

news-image

ইরানের কয়েক ডজন গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান রাশিয়ার প্রধান গাড়ি মেলায় অংশ নিয়েছে। এই অংশগ্রহণকে রাশিয়ার বিশাল গাড়ির বাজার ধরার জন্য ইরানের আন্তরিক প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, মস্কোয় অনুষ্ঠানরত এমআইএমএস গাড়ি মেলায় অতিথি দেশগুলোর মধ্যে ইরানের উপস্থিতি সবচেয়ে বড়। গতকাল (সোমবার) শুরু হওয়া এই মেলা চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।

মস্কোর স্থায়ী বাণিজ্যমেলা চত্বরে অনুষ্ঠানরত এই মেলায় ইরানের প্রায় ৫০টি কোম্পানি তাদের গাড়ি এবং এর খুচরা যন্ত্রাংশ ও সরঞ্জাম প্রদর্শন করছে। ইরানি কোম্পানিগুলো ১,৭০০ স্কয়ার মিটার এলাকাব্যাপী অবস্থান নিয়েছে বলে ইরনা জানিয়েছে। এটি বলেছে, কোম্পানির সংখ্যা এবং তাদের উপস্থিতির ব্যাপ্তির দিক দিয়ে কোনো বিদেশি গাড়ি মেলায় এটি ইরানের সবচেয়ে শক্তিশালী উপস্থিতি।

মেলায় অংশগ্রহণ করার জন্য ইরানের শিল্পমন্ত্রী রেজা ফাতেমি আমিন একটি শক্তিশালী প্রতিনিধিদল নিয়ে মস্কো সফর করছেন।তিনি ইরনাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ইরান ও রাশিয়ার মধ্যে গাড়ি নির্মাণ শিল্পে সহযোগিতার ক্ষেত্রে এই মেলা একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ হিসেবে কাজ করবে।

এর আগে খবর বেরিয়েছিল যে, ইরানের বৃহত্তম গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান ‘ইরানখোদরো’ বা আইকেসিও এবং এর প্রধান প্রতিদ্বন্দ্বী ‘সাইপা’ রাশিয়ায় তাদের বাজার সম্প্রসারণের চেষ্টা করছে। এই দুই ইরানি কোম্পানি রুশ কোম্পানিগুলোর সঙ্গে যৌথভাবে গাড়ি নির্মাণের পরিকল্পনা করছে।

এরমধ্যে ‘সাইপা’ রাশিয়ার ‘অ্যাভটোভ্যাজ’ কোম্পানির সঙ্গে মিলে ফরাসি কোম্পানি ‘রেনো’র একটি মডেল নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে। ২০১৮ সালে আমেরিকার চাপে ‘রেনো’ ইরান ত্যাগ করলে ওই মডেলের গাড়ির নির্মাণকাজ বন্ধ হয়ে গিয়েছিল। মস্কোর চলতি গাড়ি মেলা ইরানের যন্ত্রাংশ ও সরঞ্জাম নির্মাণকারী প্রতিষ্ঠানগুলোর বাজার সম্প্রসারণেও উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে বলে শিল্প বিশেষজ্ঞরা মনে করছেন।পার্সটুডে/