মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

মস্কো প্রামাণ্য উৎসবে যাচ্ছে যেসব ইরানি চলচ্চিত্র

পোস্ট হয়েছে: আগস্ট ৭, ২০২২ 

news-image

মস্কো ইন্টারন্যাশনাল ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভাল ‘ডোকার’ এ ছয়টি ইরানি চলচ্চিত্র প্রতিদ্বন্দ্বিতা করবে।রুশ ভাষায় অনুষ্ঠিতব্য উৎসবের বিভিন্ন বিভাগে “ইস্যাটিস”, “ওয়াটার, উইন্ড, ডাস্ট অ্যান্ড ব্রেড”, “স্লো অ্যান্ড স্লগিশ”, “আনরেস্ট”, “ফিকা অ্যান্ড ফিদান” এবং “হান্টসম্যান” দেখানো হবে।

রাশিয়ার রাজধানীতে ১৫ আগস্ট উৎসবের পর্দা উঠবে, পর্দা নামবে ২৮ আগস্ট।

সূত্র: তেহরান টাইমস।