শুক্রবার, ৩১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

মস্কো তথ্যচিত্র উৎসবে সেরা স্বল্পদৈর্ঘ্য ‘আনরেস্ট’

পোস্ট হয়েছে: আগস্ট ৩০, ২০২২ 

news-image
মস্কো আন্তর্জাতিক তথ্যচিত্র চলচ্চিত্র উৎসব-ডোকার-এ ইরানি স্বল্পদৈর্ঘ্য ‘আনরেস্ট’ সেরা শর্ট ফিল্ম নির্বাচিত হয়েছে।
মোহাম্মদ-সাদেক ইসমাইলি পরিচালিত ছবিটি ১৪ বছর বয়সী একটি কিশোরকে নিয়ে তৈরি করা হয়েছে। সে তার আসক্ত বাবার বাড়ি থেকে পালিয়ে যায় যে তাকে একটি এতিমখানায় থাকতে পীড়াপীড়ি করে। সে প্রথমবারের মতো তার নিরুদ্দেশ মাকে খুঁজে বের করার জন্য আপ্রাণ চেষ্টা করে। অন্যদিকে তার কাছে কোনো আইডি কার্ড নেই। এটি তার দৈনন্দিন জীবনে অনেক সমস্যা তৈরি করে।
এছাড়াও রুশ উৎসবে আরও পাঁচটি ইরানি চলচ্চিত্র দেখানো হয়। রাশিয়ার ভ্লাদিমির গোলভনেভ, কলম্বিয়ার ক্যামিলা রদ্রিগেজ ট্রায়ানা এবং আজারবাইজানের ফারিজ আহমেদভের সমন্বয়ে গঠিত জুরি প্রতিযোগিতার বিজয়ীদের বাছাই করেন। সূত্র: তেহরান টাইমস।