মধ্যপ্রাচ্যে ৫ শীর্ষ প্রকৌশলী ইরানি
পোস্ট হয়েছে: জানুয়ারি ১৭, ২০১৮

মিডিল ইস্ট প্রিমিয়ার ওয়েবসাইট ফর আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিওর ডিজাইন যে প্রভাবশালী ৫০ জন প্রকৌশলীর নাম ঘোষণা করেছে তার মধ্যে ইরানের ৫ শীর্ষ প্রকৌশলী রয়েছেন। লেবানন থেকে ইরান পর্যন্ত মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় দেশগুলোতে এ ৫০ জন প্রকৌশলীর নির্মাণ স্থাপত্য উন্নয়নে এক নতুন বৈশিষ্ট্য সৃষ্টি করেছে।
২০১৮ সালে ‘হু’জ হু’ তালিকায় ৪৫ জন প্রতিষ্ঠিত প্রকৌশলীর নাম রয়েছে। যে ৫ ইরানি প্রকৌশলী ওই তালিকায় স্থান পেয়েছেন তাদের একজন হলেন আমির হোসেইন হাজিজাদেহ যার উল্লেখযোগ্য স্থাপত্যকর্ম হচ্ছে টোকিও মিউজিক সেন্টার এবং তিনি ২০১৫ সালে এমইএ অ্যাওয়ার্ড পান এবং গত বছর ইরানের চবাহার ফ্রি জোন কমপ্লেক্স নির্মাণের জন্যে এমইএ অ্যাওয়ার্ড লাভ করেন।
দ্বিতীয় জন হচ্ছেন আরাশ জি তেহরানি যিনি আরাশ জি তেহরানি ডিজাইন স্টুডিও’র প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল।তৃতীয় জন হচ্ছেন বেহজাদ আতাবাকি। আতাবাকি এর আগে আগা খান অ্যাওয়ার্ড পান। চতুর্থ প্রকৌশলী হচ্ছেন মোহাম্মদ কাভারিয়ান। ইরান ও ইরাকে তার চমৎকার স্থাপত্যকর্ম রয়েছে। পঞ্চম প্রকৌশলী হচ্ছেন কোউরোশ হাজিজাদেহ। তিনি ২০১৩ সালে এমইএ অ্যাওয়ার্ড পেয়েছিলেন।-মেহর নিউজ।