শনিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

মধ্য ইরানে বানানো হলো বিশালায়তনের ফুলের গালিচা

পোস্ট হয়েছে: নভেম্বর ১৪, ২০২১ 

news-image

পশ্চিম এশিয়ায় এ পর্যন্ত বানানো সর্ববৃহত ফুলের গালিচা উন্মোচন করা হয়েছে মধ্য ইরানে। সম্প্রতি ফুলের বাগানের একটি ব্যস্ত কেন্দ্র হিসেবে পরিচিত মারকাজি প্রদেশের মাহাল্লাতে এটি উন্মোচন  করা হয়েছে। শনিবার এই ঘোষণা দিয়েছেন প্রাদেশিক পর্যটন প্রধান মোস্তাফা মারজবান।বৃহত্তম ফুলের গালিচাটিতে বিচিত্ররকমের ২ লাখ ফুল ব্যবহার করা হয়েছে। ৮শ মিটার আয়তনের গালিচাটি বৃহস্পতিবার স্থানীয় থ্যাঙ্কসগিভিং এবং ডালিম উৎসবের অবকাশে উন্মোচন  করা হয়।ইরানি এই কর্মকর্তা জানান, মাহাল্লাত পৌরসভা, ফুল ও উদ্ভিদ উৎপাদক ইউনিয়ন এবং সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য অ্যাক্টিভিস্টদের একটি দল ফুলের গালিচাটি বানিয়েছেন। সূত্র: তেহরান টাইমস।