শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

১৫শ’ টন মধু রফতানি করেছে ইরান

পোস্ট হয়েছে: অক্টোবর ৩০, ২০১৬ 

news-image
ইরানের আজারবাইজান প্রদেশ থেকে ৬ মিলিয়ন ডলার মূল্যের ১৫শ’ টন মধু রফতানি করা হয়েছে। তুরস্কইরাকআযারবাইজান রিপাবলিকচীনকুয়েত ও সংযুক্ত আরব আমিরাত সহ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশে এ মধু রফতানি করা হয়।
ইরানের উত্তরপশ্চিমাঞ্চলী প্রদেশের জিহাদ কৃষি সংস্থার প্রধান ইসমাল কারিমজাদেহ এ তথ্য নিশ্চিত করে বলেছেন,ইরানের পশ্চিম আযারবাইজান এলাকায় অন্তত দশ লাখ মধু চাষী রয়েছেন যারা বছরে ১৮ হাজার টন মধু উৎপাদন করেন। আর এ উৎপাদিত মধুর পরিমাণ ইরানে উৎপাদিত মধুর ২৭ শতাংশ। এসব এলাকায় মধু চাষীরা প্রতিটি মৌচাক থেকে সনাতন পদ্ধতিতে আগে সাড়ে ৫ কেজির কিছু বেশি মধু উৎপাদন করলেও এখন আধুনিক পদ্ধতিতে তারা ২১ কেজির বেশি মধু উৎপাদন করছেন।
সূত্র: ফিন্যান্সিয়াল ট্রিবিউন