বৃহস্পতিবার, ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ভেনিস উৎসবে দুই পুরস্কার জিতেছে ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১৩, ২০২২ 

news-image

ইতালির ৭৯তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ওরিজোন্তি (হরাইজনস) বিভাগে দুটি পুরস্কার জিতেছে হুমান সেয়েদির ইরানি চলচ্চিত্র ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’। আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসব ৩১ আগস্ট শুরু হয়ে শেষ হয় ১০ সেপ্টেম্বর। ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এবারের ৭৯তম আসরের হরাইজন বিভাগে নির্মাতা হুমান সেয়েদি চলচ্চিত্রটি সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে। চলচ্চিত্রটিতে অভিনয়ের জন্য মহসেন তানাবন্দেহ জিতেছেন সেরা অভিনেতার পুরস্কার। সূত্র: মেহর নিউজ।