ভিন্ন মাত্রার ভ্রমণ উপভোগে ইরানে চালু হচ্ছে কৃষি পর্যটন
পোস্ট হয়েছে: জুন ২৩, ২০২০
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2020/06/3480610.jpg)
ইরানে মানসম্মত কৃষি পর্যটন ব্যবসা পরিচালনার অনুমতি পেতে যাচ্ছে দেশটির ট্যুর অপারেটরগুলো। দেশটিতে চালু হতে যাওয়া নতুন ধরনের এই পর্যটনের মান নিশ্চিত করতে নির্দিষ্ট নিয়মকানুন নির্ধারণ করে দেয়া হবে। এই তথ্য জানিয়েছেন ইরানের উপপর্যটন প্রধান ভালি তেইমুরি।
মঙ্গলবার তেইমুরি বলেন, কীভাবে কৃষি পর্যটনের লাইসেন্স দেয়া যায়, সে বিষয়ে একটি নির্বাহী নির্দেশনা খতিয়ে দেখা হয়েছে এবং একটা সিদ্ধান্তে পৌঁছা সম্ভব হয়েছে। শিগগিরই তা বাস্তবায়ন করা হবে।
কৃষি পর্যটন ভ্রমণ শিল্পের অপেক্ষাকৃত নতুন একটি শাখা। কৃষকের জীবনযাত্রা, চাষ-বাস, কাজের পদ্ধতি, পল্লীর মানুষদের সাথে সময় কাটানো; মোটকথা পল্লি অঞ্চলের কৃষিসংস্কৃতি নিয়ে এই পর্যটন।
আরও বিস্তরভাবে কৃষি পর্যটন বলতে বোঝায়, দর্শনার্থীরা সারাদিন খামারে কাটাবেন। নিখরচায় শিকার করবেন, মাছ ধরবেন, খামারে কৃষকের সাথে রাত কাটাবেন। পুকুরে ডুব দিয়ে এসে খামারে ফলানো শাকসবজি আর মাছ দিয়ে ভাত খাবেন। ফিরে যাওয়ার সময় সবজি-ফল-মাছ নিজ হাতে তুলে নিতে পারবেন। সেই সাথে তারা যে খাবারটা খান, তা কোন মাটিতে ফলে, কারা সেটা চাষ করে, কীভাবে করে সে সম্পর্কেও ধারণা নিতে পারবেন।
বিভিন্ন অঞ্চল ও দেশে অন্যান্য শিল্প ও খাতের প্রবৃদ্ধিতে পর্যটন শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে যেমন একদিকে রাজস্ব আয় হয়। সেই সাথে সংশ্লিষ্ট অন্য খাতগুলোতে গতি সঞ্চার হয়, উৎপাদন বাড়ে এবং গ্রাহক সেবার কর্মসংস্থান তৈরি হয়। সূত্র: তেহরান টাইমস