শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ভারতের বেঙ্গালুরু উৎসবে লড়বে যেসব ইরানি ছবি

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২২, ২০২২ 

news-image

ভারতের বেঙ্গালুরু শহরে ৩ মার্চ থেকে শুরু হতে যাওয়া ১৩তম বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আটটি ইরানি চলচ্চিত্র প্রতিদ্বন্দ্বিতা করবে।উৎসবের সিনেমা অব ওয়ার্ল্ড বিভাগে দেখানো হবে “অ্যা হিরো”, “ওয়ান হান্ড্রেড এইটি ডিগ্রি রুল” এবং “ফাদারস”। এশিয়ান সিনেমা প্রতিযোগিতা বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবে “অবসেন্স”, “কেয়ারলেস ক্রাইম”, “কিলার স্পাইডার”, “দ্যা এলিয়েন” এবং “টু ডগস”।দুই বারের অস্কার বিজয়ী পরিচালক আসগর ফারহাদি পরিচালিত “অ্যা হিরো” ইরান এবং ফ্রান্সের মধ্যকার একটি সহ-প্রযোজনার সিনেমা। চলচ্চিত্রটি কান ২০২১-এ গ্র্যান্ড প্রিক্স (এক্স অ্যাইকো) জিতেছে। সূত্র: তেহরান টাইমস।