ভারতের কোচিন বন্দরে ভিড়েছে ইরানি ডেস্ট্রয়ার
পোস্ট হয়েছে: মার্চ ২৯, ২০১৭
ইরানের নৌবাহিনীর একটি বহর ভারতের কোচিন বন্দরে ভিড়েছে। খোলা সাগরে ইরানের নৌবহরের উপস্থিতি বাড়ানোর অংশ হিসেবে এটি কোচিনে নোঙ্গর ফেলেছে।
এ নৌবহরে শহীদ নাকাদি ডেস্ট্রয়ার এবং রণতরী তুন্ব রয়েছে। আগামীকাল ইরানের নৌবহর কোচিন বন্দর ত্যাগ করবে বলে কথা রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে ইরান এবং ভারত ইতিবাচক প্রতিরক্ষা এবং সামরিক সহযোগিতার পদক্ষেপ গ্রহণ করেছে।
ইরান এবং ভারত নৌ বিষয়ক সুসম্পর্ক বাড়ানোর তৎপরতা নিয়েছে এবং গত বছরের মে মাসে ভারতীয় একটি নৌবহর ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর আব্বাসে ভিড়েছিল। চার সফরে আগত ভারতীয় নৌবাহিনীতে ছিল আইএনএস তিরকান্দ(এফ৫১) এবং আইএনএস গঙ্গা(এফ২২) ফ্রিগেড। এ ছাড়া গতবছরের আগস্টে ভারতীয় নৌবাহিনী আরো দু’টি ফ্রিগেড চার দিনের সফরে বন্দর আব্বাসে ভিড়েছিল। সূত্র: পার্সটুডে।