ভারতে চলচ্চিত্র উৎসবে ইরানের অর্ধশত শিশু চলচ্চিত্র
পোস্ট হয়েছে: এপ্রিল ১৩, ২০১৬
ভারতের অষ্টম সিএমএস আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে ইরানের অন্তত ৫০টি চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে । লক্ষ্ণৌ শহরে এ উৎসব শেষ হবে আগামী ১৫ এপ্রিল। সেরা শিশু চলচ্চিত্র নিয়ে বিভিন্ন বিভাগে পুরস্কার দেয়া হবে। চিলড্রেনস ফিচার ফিল্ম, সেরা প্রামাণ্য চিত্র, সেরা এ্যানিমেশন, সেরা স্বল্প এ্যানিমেশন, বিশেষ জুরি ও দর্শক পুরস্কারও দেয়া হবে।
ভারতে এধরনের চলচ্চিত্র উৎসবের আয়োজকরা তাদের এ আয়োজনকে অবাণিজ্যিক, অলাভজনক হিসেবে রেখেছেন। এধরনের আয়োজনের উদ্দেশ্যই হচ্ছে শিশুদের সম্ভাবনার ভবিষ্যতকে আরো সুযোগ করে দেয়া। শিশুদের মনোজগৎ ছাড়াও তাদের বিনোদন যাতে কলুষমুক্ত হয়ে ওঠে এবং শিক্ষামূলক ও মানবিক জীবন যাপনে তারা যেন উৎসাহী হয়ে ওঠে। আয়োজকরা মনে করেন ধর্মীয়ভাবে সচেতনতা তৈরির ক্ষেত্রেও এ চলচ্চিত্র উৎসব একটি বিশেষ ভূমিকা রাখবে। সূত্র: ফিন্যান্সিয়াল ট্রিবিউন