শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ভারতীয় চলচ্চিত্র উৎসবে ইরানি ছবি ‘সি বয়েজ’

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১৮, ২০২৩ 

news-image

আফসিন হাশেমি পরিচালিত ইরানি চলচ্চিত্র ‘সি বয়েজ’ ভারতের কেরালার আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে (আইসিএফএফকে-২০২৩) দেখানো হয়েছে। আফসিন হাশেমির সর্বশেষ চলচ্চিত্রটি ভারতের কেরালার আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে এনিয়ে ১৪তম আন্তর্জাতিক উৎসবে দেখানো হলো।

দেশের দুই প্রান্তের দুই ছেলের গল্প তুলে ধরা হয়েছে ‘সি বয়েজ’। উত্তর প্রান্তের একজন ছেলে তার বাবাকে হারিয়েছে আর দক্ষিণের একজন তার মাকে হারিয়েছে। তাই তাদের দুজনই বিকল্প কোনো বিষয়ের অপেক্ষায় রয়েছে।

এছাড়াও, মাজিদ মাজিদির ইরানিন চলচ্চিত্র ‘চিলড্রেন অফ হেভেন’ উৎসবের ক্লাসিক চলচ্চিত্র বিভাগে প্রদর্শিত হয়। ৮ থেকে ১০ সেপ্টেম্বর ভারতের ত্রিশুরে অনুষ্ঠিত কেরালার আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে ১৫টি দেশের চলচ্চিত্র দেখানো হয়। সূত্র: মেহর নিউজ