ভলিবলে কিউবাকে হারালো ইরান
পোস্ট হয়েছে: আগস্ট ২৪, ২০২১
ইরানের অনূর্ধ্ব-২১ ভলিবল দল কিউবার অনূর্ধ্ব-১৯ দলকে পরাজিত করেছে। রোববার রাজধানী তেহরানে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
বিশ্ব অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ শুরুর আগে ইরানি অনূর্ধ্ব-২১ দল কিউবার বিরুদ্ধে এ নিয়ে দ্বিতীয় প্রীতি ম্যাচ খেললো। রোববার তেহরানের ভলিবল হাউজে খেলাটি অনুষ্ঠিত হয়।
প্রীতি ম্যাচে ইরান কিউবার বিরুদ্ধে ৩-০ ব্যবধানে জয় লাভ করে।
ইরানি দলে রয়েছেন আমির হোসেন তোখতেহ, মেহেদি জেলভেহ, ইউনুস রামেজানি, আমির হোসেন সেদাঘাট, সিনা নিকপৌর, আমিন খাজেহ খলিলি এবং মোখতারবুশ।
এরআগে প্রথম প্রীতি ম্যাচে আর্জেন্টিনার জাতীয় অনূর্ধ্ব-১৯ দলকে ইরানের অনূর্ধ্ব-২১ দল ৩-০ ব্যবধানে হারায়। সূত্র: মেহর নিউজ এজেন্সি।