মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ভলিবলে আর্জেন্টিনাকে হারালো ইরান

পোস্ট হয়েছে: জুন ১২, ২০১৭ 

news-image

২০১৭ আন্তর্জাতিক ভলিবল ফেডারেশন (এফআইভিবি) ওয়ার্ল্ড লীগে প্রতিপক্ষ আর্জেন্টিনার বিপক্ষে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে ইরানি ভলিভল টিম। মানাভিনেজহাদের ঘাড়ে ভর করে ঘরের মাটিতে ৩-২ সেট ব্যবধানে জয় পেয়েছে স্বাগতিকরা। তেহরানের আজাদি স্পোর্টস কমপ্লেক্সে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

এ ম্যাচে মানাভিনেজহাদ ২৬ পয়েন্ট অর্জনের মধ্য দিয়ে সেরা স্কোরার নির্বাচিত হয়েছেন। তারপরেই পয়েন্ট তালিকায় রয়েছে তারই টিমমেট মিলাদ ইবাদিপুর ঘারা এইচ। ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন তিনি।

ওয়ার্ল্ড লীগের ইতিহাসে তিন ম্যাচের খেলায় আর্জেন্টিনার বিরুদ্ধে ইরানের এটা তৃতীয় জয়। তিন ম্যাচের প্রতিটিতে পাঁচ সেটের খেলা অনুষ্ঠিত হয়।

এদিন ঘরের মাঠে খেলতে নেমে ইরানি টিম প্রথম সেটে ২৯-২৭, দ্বিতীয় সেটে ২৫-২০ এবং পঞ্চম সেটে ১৫-১১ ব্যবধানে জয় পায়। অন্যদিকে, আর্জেন্টিনা মাত্র তৃতীয় ও চতুর্থ সেটে যথাক্রমে ২৫-২০ ও ২৫-২৩ ব্যবধানে জয় পায়। সূত্র: মেহের নিউজ, তেহরান টাইমস।