শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ভলিবল বালক অনূর্ধ্ব-১৯ বিশ্ব চ্যাম্পিয়নশিপের আয়োজক ইরান

পোস্ট হয়েছে: অক্টোবর ১৫, ২০২০ 

news-image
২০২১  এফআইভিবি ভলিবল বালক অনূর্ধ্ব -১৯ বিশ্ব চ্যাম্পিয়নশিপের আয়োজন করবে ইরান। আন্তর্জাতিক ভলিবল ফেডারেশন ইরানের স্বাগতিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এরআগে এফআইভিবির প্রশাসনিক পর্ষদ উন্মুক্ত নিলাম প্রক্রিয়া শেষে এতে অনুমোদন দেয়।

উন্মুক্ত নিলাম প্রক্রিয়ার মাধ্যমে এফআইভিবির প্রশাসনিক পর্ষদ ভলিবল বিশ্ব চ্যাম্পিয়নশিপের বয়স-ভিত্তিক বিভিন্ন গ্রুপের পরবর্তী পর্বগুলোর স্বাগতিক দেশগুলোর অনুমোদন দেয়।

সব প্রস্তাবের শর্ত মূল্যায়ন শেষে পরবর্তী বিশ্ব চ্যাম্পিয়নশিপের স্বাগতিক দেশ হিসেবে যেসব দেশের নাম অনুমোদন দেয়া হয়েছে তা নিচে দেয়া হলো-

• এফআইভিবি ভলিবল গার্লস ’অনূর্ধ্ব-১৮ বিশ্ব চ্যাম্পিয়নশিপ – মেক্সিকো

• এফআইভিবি ভলিবল বালক ’অনূর্ধ্ব-১৯ বিশ্ব চ্যাম্পিয়নশিপ – ইরান

• এফআইভিবি ভলিবল উইমেনস অনূর্ধ্ব-২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপ – নেদারল্যান্ডস এবং বেলজিয়াম

• এফআইভিবি ভলিবল পুরুষদের অনূর্ধ্ব-২১ বিশ্ব চ্যাম্পিয়নশিপ – ইতালি এবং বুলগেরিয়া। সূত্র: মেহর নিউজ এজেন্সি।