বড় ধরনের বিদেশি সাইবার হামলা ব্যর্থ করে দিলো ইরান
পোস্ট হয়েছে: ডিসেম্বর ১৫, ২০১৯
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2019/12/2865241.jpg)
ইলেক্ট্রনিক অবকাঠামোর ওপর চালানো বড় ধরনের সুসংগঠিত একটি সাইবার হামলা ব্যর্থ করে দিয়েছে ইরান। দেশের বাইরে থেকে হামলাটি চালানো হয়। বুধবার এই তথ্য জানিয়েছেন ইরানের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোহাম্মাদ জাভাদ আজারি জাহরোমি। বিদেশি একটি সরকার কর্তৃক সাইবার হামলাটি চালানো হয়েছিল বলে জানান তিনি।
মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের জাহরোমি বলেন, ‘‘আমরা সম্প্রতি অত্যন্ত সুসংগঠিত একটি সাইবার হামলার সম্মুখীন হয়েছি। আমাদের ই-গভর্নমেন্ট অবকাঠামোর ওপর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হামলাটি চালানো হয়েছিল। দেশের নিরাপত্তা বেষ্টনি তা প্রতিহত করতে সক্ষম হয়েছে।
মন্ত্রী জানান, দেফজা ফায়ারওয়াল নামে পরিচিত নিরাপত্তা ব্যবস্থা বড় ধরনের সাইবার হামলাটি নস্যাৎ করে দিতে হসক্ষম হয়েছে। তিনি বলেন, ‘‘এটা অত্যন্ত বড় ধরনের হামলা ছিল। পরবর্তীতে বিস্তারিত প্রকাশ করা হবে।’’ সূত্র: তেহরান টাইমস।