বৈদ্যুতিক গাড়ি উদ্বোধন করলেন প্রেসিডেন্ট রুহানি
পোস্ট হয়েছে: জানুয়ারি ২৩, ২০১৭
ইরানের রাজধানী তেহরানে বায়ু দূষণ কমিয়ে আনতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবে বৈদ্যুতিক গাড়ির উদ্বোধন করলেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। এধরনের গাড়ি ইরানেই তৈরি হচ্ছে। ন্যাশনাল ক্লিন এয়ার ডে উপলক্ষে এ গাড়ি যাত্রীদের জন্যে সেবা দেওয়ার পাশাপাশি বায়ু দূষণ হ্রাসে ভূমিকা রাখবে।
বুধবার প্রেসিডেন্ট হাসান রুহানি মন্ত্রিসভার কয়েকজন সদস্যকে নিয়ে বৈদ্যুতিক গাড়ি ও মটরসাইকেল উৎপাদন কারখানা পরিদর্শন করেন। ইরানের এধরনের বৈদ্যুতিক গাড়ির নাম হচ্ছে ‘ইয়ুজ’। কাজভিনে ইসলামিক আজাদ ইউনিভার্সিটির গবেষণা কেন্দ্র এধরনের গাড়ি তৈরি করছে। ঘন্টায় এধরনের গাড়ি ৮০ কিলোমিটার বেগে চলবে। আড়াই ঘন্টায় ১৫ কিলোওয়াট বৈদ্যুতিক চার্জ নিয়ে গাড়িটি ১’শ কিলোমিটার পথ চলতে পারবে।
প্রেসিডেন্ট রুহানি এধরনের গাড়ি উৎপাদনে নিরাপত্তা ও গুণগত মান নিশ্চিত করার পরামর্শ দেন। বাতাসের অভাব ও তেল চালিত গাড়ির ধোঁয়ায় তেহরানে বায়ু দূষণের মাত্রা বেড়ে যাওয়ায় এধরনের বেশকিছু প্রকল্প বাস্তবায়ন করছে দেশটির সরকার। সূত্র: তেহরান টাইমস