বৈজ্ঞানিক সহযোগিতা নিয়ে ইরান-জার্মানির আলোচনা
পোস্ট হয়েছে: জুলাই ১৪, ২০২০

ইরানের বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিষয়ক উপমন্ত্রী ও জার্মান অ্যাকাডেমিক এক্সেঞ্জ সার্ভিস (ডিএএডি) এর প্রতিনিধি দলের মধ্যে একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইরানের বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিষয়ক উপমন্ত্রী হোসেইন সালার আমলি, জার্মান ফেডারেল পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিএএডি কিছু সংখ্যক প্রতিনিধি, তেহরানে জার্মান দূতাবাসের সাংস্কৃতিক দপ্তরের প্রধান ও তেহরানে ডিএএডি এর তথ্য কেন্দ্রের পরিচালকের উপস্থিতিতে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে ইরানের বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং জার্মানি অ্যাকাডেমি এক্সেঞ্জেস ইনস্টিটিউট এর মধ্যে অ্যাকাডেমিক সহযোগিতা বিষয়ে সমঝোতা স্মারকের (এমওইউ) বিষয়বস্তু নিয়ে আলোচনা-পর্যালোচনা হয়। সূত্র: মেহর নিউজ এজেন্সি।