বৈজ্ঞানিক বিকাশে বিশ্বে চতুর্থ স্থান অর্জন করেছে ইরান: ড. আমেলি
পোস্ট হয়েছে: মে ১১, ২০২১
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ সাংস্কৃতিক বিপ্লব পরিষদের সচিব ড. সাঈদ রেজা আমেলি বলেছেন, বৈজ্ঞানিক বিকাশের ক্ষেত্রে ইরান বিশ্বে চতুর্থ স্থান অর্জন করেছে এবং বিগত ২০২০ সালে বিজ্ঞানের বিভিন্ন শাখায় ইরান অনেক ভালো করেছে।
তিনি আজ (সোমবার) দেশের উচ্চশিক্ষা বিভাগের কর্মকর্তা ও অধ্যাপকদের এক সমাবেশে বিজ্ঞানের লক্ষ্য-উদ্দেশ্য সম্পর্কে বলেন, বৈজ্ঞানিক উন্নতি ও বিকাশের ক্ষেত্রে আমরা অনেক সময়ই লক্ষ্য-উদ্দেশ্যের কথা ভুলে যাই। এটা করা যাবে না।
আমেলি বলেন, বৈজ্ঞানিক ক্ষেত্রে উন্নতির লক্ষ্য হচ্ছে মানব জীবনকে সহজতর করা, নানা সমস্যার সমাধান খোঁজা, সামাজিক সুস্থতা নিশ্চিত করা; অন্যভাবে বলা যায় ঐশী ও কুরআনের উদ্দেশ্য বাস্তবায়ন করা। এই বিষয়গুলো সব সময় আমাদের মনে রাখতে হবে।
তিনি আরও বলেন, অবশ্য বিজ্ঞান শুধু উন্নতি ও অগ্রগতিই নিয়ে আসে না। বিজ্ঞান ও প্রযুক্তির সাহায্যে নানা প্রতারণা ও অপকর্মও ঘটানো হচ্ছে। সে বিষয়েও সতর্ক থাকতে হবে।পার্সটুডে