বৈজ্ঞানিক উৎপাদনে ইরান মুসলিম বিশ্বে দ্বিতীয়
পোস্ট হয়েছে: ডিসেম্বর ৮, ২০২৪
মুসলিম বিশ্বের বিজ্ঞান বিষয়ক তথ্য উদ্ধৃতি কেন্দ্রের প্রধান বলেছেন, ইরান শক্তিমত্তা সৃজনের প্রযুক্তিতে বিশ্বের সেরা ১০-এর অন্যতম! ওয়ার্ল্ড সায়েন্স সাইটেশন নামক (আইএসসি) সংস্থাটির প্রধান সাইয়্যেদ আহমাদ ফাজেলজাদেহ এ তথ্য জানিয়েছেন।
সংস্থাটির প্রধান সাইয়্যেদ আহমাদ ফাজেলজাদেহ ইরানের সম্প্রচার সংস্থা আইআরআইব’ র প্রধান পেইমান জেবেলিকে জানান, ইরান বৈজ্ঞানিক উৎপাদনে চলতি বছর অর্থাৎ ২০২৪ সালে বিশ্বের শীর্ষ ২০টি দেশের মধ্যে ১৭তম স্থানে রয়েছে এবং মুসলিম দেশগুলোর মধ্যে রয়েছে দ্বিতীয় স্থানে।
পাশ্চাত্যের নেতৃত্বাধীন আন্তর্জাতিক নানা নিষেধাজ্ঞা সত্ত্বেও ইসলামী প্রজাতন্ত্র ইরান বিজ্ঞান ও প্রযুক্তির নানা শাখায় ব্যাপক অগ্রগতি অর্জন করেছে। ইরানের ছাত্ররাও নানা উদ্ভাবনী প্রযুক্তি খাতে ব্যাপক ভূমিকা রাখছেন এবং ইরানের বৈজ্ঞানিক অগ্রগতিতে প্রশংসনীয় ভূমিকা পালন করে যাচ্ছেন । পার্সটুডে/